অনুমোদন না থাকায় লোহাগাড়ায় ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

0 ২০০,২২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪টি অনিবন্ধিত ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।২ জুন,বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ শাহজাহান।

 

সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-উপজেলার পদুয়িা ঠাকুরদিঘিতে মা ডিজিটাল ডায়গনিস্টিক সেন্টার,তেওয়ারাহীহাট বাজারে নিউ ক্রিসেন্ট ডায়গনস্টিক সেন্টার,কলাউজান কানুরাম বাজারে শাহ আমানত ডায়গনস্টিক সেন্টার ও পুটিবিলা এমচরহাট বাজারে সেবা ক্লিনিক।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ শাহজাহান বলেন বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে ৪টি ক্লিনিক,ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।পববর্তীতে নিবন্ধনের শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্দেশনা মোতাবেক চালু করা যাবে।

 

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. জিয়া উদ্দিন,স্যানেটারি ইন্সপেক্টর মো. শের আলী, লোহাগাড়া থানার এসআই মো. রুহুল আমীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!