
গভীর সমুদ্রে এবং বাঁশখালীতে ৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সাম্প্রতিককালে বঙ্গোপসাগরে ১৬টি জেলে-নৌকায় ডাকাতির ঘটনায় জড়িত ১১ জন জলদস্যুকে আটক করেছে র্যাব।
শনিবার(১১ই সেপ্টেম্বর)দুপুরে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
তিনি বলেন,ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ১১ জলদস্যুকে আটক করা হয়েছে।এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দেশিয় অস্ত্র,তিন হাজার পিসের অধিক ডাকাতি করা ইলিশ মাছ,বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।