
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে লেকসিটি আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,ফরিদ হোসেন(৩২),নাঈম(২৯),মেহেদী হাসান প্রকাশ আকাশ(১৯),মোর্শেদ(২৮)।
মঙ্গলবার(১৯ মার্চ)বিকাল ৩টার দিকে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম রব্বানীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এসম ১টি টিপ ছোরা,১টি প্লাষ্টিকের বাটযুক্ত ছোরা,১টি লোহার সাড়াশি(তালা ভাঙ্গার যন্ত্র),১টি লোহার তৈরি কাটার ও ১টি তারকাটা কাটার প্লাস উদ্ধার করা হয়।
পূলিশ সূত্রে জানা যায়,বিকেলে আকবরশাহ্ থানাধীন লেকসিটি আবাসিকের ভেতর ডান পাশে মসজিদ রোডের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল তারা।এসময় দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।পরে গ্রেপ্তার হওয়া ডাকাতরা ঘটনার সত্যতা স্বীকার করলে এসআই(নি:) এইচ এম ওয়াহিদুল্লাহ বাদী হয়ে ২৯৯/৪০২ ধারায় পেনালকোডে মামলা দায়ের করেন।