
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সন্দ্বীপে একঝাঁক তরুণদের হাতে গড়া সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ফাইটার্স এর বিশাল বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
বর্ণাঢ্য র্যালি শেষে শিবেরহাটে সংগঠনের অস্থায়ী কার্যালয় সন্দ্বীপ ফ্রেন্ডস্ ইউনিটি ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল নাঈম বলেন,
আমাদের প্রেরণার উৎস ২১শে ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত। বিজাতীয় নগ্ন সংস্কৃতি প্রত্যাখ্যান করে সর্বত্র বাংলা ভাষা ও আমাদের সাহিত্য সংস্কৃতির যথার্থ মূল্যায়ন এখন সময়ের দাবি।
এতে উপস্থিত ছিলেন- সভাপতি আরমান জাবেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান সনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ইমন, সহ সাংগঠনিক নাইমুর রহমান দুর্জয়, রিমন তালুকদার;অর্থ সম্পাদক, ইয়াছিন আরাফাত;সহ অর্থ সম্পাদক, মোঃ হাসান আলী;ক্রীড়া সম্পাদক, মোঃ রাসেদ;প্রবাসী বিষয়ক সম্পাদক, মোঃ শামীম; সহ ত্রাণ ও দূর্যোগ সম্পাদক, মোঃ শরীফ;অফিস সম্পাদক, ইয়াছিন আরাফাত;সহ অফিস সম্পাদক।
মোঃ সজিব;রবি সেবা পয়েন্ট।
কার্যকরী সদস্যগণ- মোঃ জিহান, রুবেল, মেহেদী হাসান নয়ন, জামিল, ওমর ইমন, জিদান, সিয়াম, আজিজ, মুশফিক, নাজমুল, ইমতিয়াজ প্রমুখ।