
মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়াড সিপাই কান্দি, মাইজ কান্দি ও চরহরিগোপ এলাকার জনগন আবারও সাংবাদিক গোলাম নবী খোকন কে গত ২৮ নভেম্বর ভোট দিয়ে নির্বাচিত করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাফাজ্জল হোসেন ফুটবল প্রতিক ও আরেক প্রতিদ্বন্দ্বী হাসান প্রতিক মোরগ নিয়ে পরাজয় বরন করেন।
সাংবাদিক গোলাম নবী খোকন তালা প্রতিক প্রাপ্ত ভোট ৪৬৯,তাফাজ্জল হোসেন ফুটবল প্রতিক প্রাপ্ত ভোট ৪৬০ ও হাসান প্রতিক মোরগ প্রাপ্ত ভোট ২৮৩ ভোট পেয়েছেন।সাংবাদিক গোলাম নবী খোকন এর আগেও বিপুল ভোটে জয়ী হয়েছেন।তার কাজের অগ্রগতি ও এলাকায় ব্যাপক উন্নয়নের ফলে জনগন আবার ও তাকে মুল্যায়ন করেছেন।
সাংবাদিক গোলাম নবী খোকন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি,৮১ নং সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।এ ছাড়া ও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত থেকে সমাজ সেবা করে যাচ্ছেন।তার বাবা মরহুম চাঁদ মিয়া মেম্বার দীর্ঘ ৩৫ টি বছর একাধারে ইউপি সদস্য ছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন,গত ট্রামে নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন,আবারও ঐ এলাকার জন সাধারণ ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করেছেন।সাংবাদিক গোলাম নবী খোকন বলেন জন সেবাই হলো তাহার কাজ।জনগনের প্রত্যাশা পূরনে করে যাবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।তিনি জনগনের উদ্দেশ্য বলেন সন্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহবান জানান ও জনগনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।