
লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন জনতা ডিগ্রি কলেজে গতকাল ২৯শে অক্টোবর এইচ,এস,সি পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জনতা ডিগ্রি কলেজের সনামধন্য অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খাঁন।সভা পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক রাপি নাহিদ।মিলাদ ও দোয়া পরিচালনা করেন মিলাদ কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক স্টাফ,ইসলাম শিক্ষা প্রভাষক আবদুল কাদের আব্দুল্লাহ আল মাসুদ,সহ সকল শিক্ষক ও গভর্নিং বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ, মফিজ উল্যাহ্,আলী হায়দার দুলাল,সহেল মাহমুদ, দেলোয়ার,জনতা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি ফারভেজ হোসেন তারেক,সহ- সভাপতি জাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ নিরব,যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজুসহ সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য অধ্যাক্ষ জাহাঙ্গীর আলম খাঁন বলেন,তোমাদের কে শিক্ষা দানে আমরা কোনো ত্রুটি করিনাই,কলেজের মান সম্মান ধরে রাখতে সব রকম শিক্ষা দিয়েছি,তাই তোমাদের রেজাল্টের মাধ্যমে এই জনতা কলেজের সম্মান অটুট রাখবে বলে আমি মনে করি।আর মনে রাখবে পরিক্ষা হলে যেতে কলেজ ড্রেস আইডি বাদ্যতামুলক,হলে বসে কোনো দিকে তাকানো যাবেনা,ম্যাজিস্ট্রেট সব সময় থাকবে,তাই সবাই সাবধানতা অবলম্বন করবে অন্য কলেজের কোনো পরিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করা যাবে না।সকল ছাত্র-ছাত্রীর জন্য দোয়া কামনা করে উক্ত অনুষ্ঠান শেষ করেন।