একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন সিএমপি কমিশনার।

0 ২৩৩
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অদ্য ২১ ফেব্রুয়ারি,২০২১ খ্রী রবিবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর,পিপিএম।ফুল দেয়া শেষে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান স্মরণে কিছুক্ষণ দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন।পরবর্তীতে সিএমপি কমিশনার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দিনব্যাপী নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে।এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)শ্যামল কুমার নাথ,অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম,উপ-পুলিশ কমিশনার(সদর)মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!