
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ)’র একটি প্রতিনিধি দল আজ বুধবার(৮ ফেব্রুয়ারি)ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)এর গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেছে।
এই সময় এনআইএর প্রতিনিধি দল ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার,বিপিএম-বার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এনআইএর প্রতিনিধি দলের সদস্য ডিআইজি মিস কে.ভি. বন্দনা আইপিএস,ইন্সপেক্টর মিস শশী রেখা, ইন্সপেক্টর জনাব জাক্কা ওবুলেসু ও ইন্সপেক্টর কৃষ্ণ কুমার ভরদ্বাজ উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে উভয় পক্ষ তাদের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে ডিএমপির গোয়েন্দা বিভাগ ও এনআইএ তাদের কার্যক্রমের ক্ষেত্রে যৌথভাবে আঞ্চলিক পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্কোন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে যুগ্ম-পুলিশ কমিশনার(এডমিন এন্ড ডিবি-দক্ষিণ)সঞ্জিত কুমার রায় বিপিএম-সেবা, পিপিএম সেবা,যুগ্ম-পুলিশ কমিশনার(সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ডিবি-উত্তর)খোন্দকার নুরুন্নবী বিপিএম-সেবা,পিপিএম-সহ ডিবির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।