
কলসকাঠী ইউনিয়নের কলসকাঠীর খালের পাশ দিয়ে গেছে কুন্ড পাড়া বাজার হতে খালের মুখ বাজার রাস্তা।কলসকাঠী জামে মজিদের পুর্বে রাস্তাটির বিরাট অংশ ধসে পড়েছে।বর্তমানে রাস্তাটির বেহাল দশা।জীবনের ঝুকি নিয়ে ছোট ছোট গাড়ি চলাচল করছে।কয়েক হাজার মানুষ ও স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।এলাকাবাসী রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
অটোরিক্সা চালক কালাম চকিদার বলেন,খালের দিকে ধাবিত হওয়া অংশে গাড়ি নিয়ে যেতে ভয় হয়।মহাসড়কে অটোরিক্সা চালানো যায়না। জীবিকার তাগিদে এসব ছোট রাস্তা দিয়েই গাড়ি চালিয়ে জীবন চালাই।কিন্তু রাস্তাগুলোর চরম দুরবস্থার জন্য মানুষ ভয় পায়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার বা মেরামত করলে আমরা সবাই উপকৃত হব।
কলসকাঠী ইউনিয়নের সচিব নিউজকে বলেন,ধসে পড়া সড়কটির ছবিসহ জেলা এলজিআরডি অফিসে আবেদন করা হলেও কোন কাজ হয়নি।