
এক কোটি ভিউ ছাড়াল ‘চল পাখি হয়ে উড়ি’ গানের।বাংলা গানের দর্শকপ্রিয়তা বেড়েই চলেছে।যার আবারও প্রমাণ মিলল নেট দুনিয়ায়।এবার এক কোটি ভিউর মুখ দেখল আভরাল সাহির ও পড়শীর গাওয়া গান চল পাখি হয়ে উড়ি গানটি।
এম এ আলম শুভর লেখা রোমান্টিক গানটির সুর ও সংগীত করেছেন গায়ক আভরাল সাহির নিজেই।
গানটি মাহমুদ মাহিনের পরিচালনায় ‘হৃদ মাঝারে’ নাটকে ছিল।ওই নাটকে অভিনয়ে ছিলেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
গানের মিউজিক ভিডিওতেও এ জুটিকে দেখা যায়। জনপ্রিয় এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ওই নাটকের মধ্য দিয়েই।নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল সুলতান এন্টারটেইনমেন্টে।
গানটি এক কোটি ভিউ ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে গীতিকার এম এ আলম শুভ জানান,এই গানের সাফল্য শুধু আমার একার নয়।গানের সঙ্গে যুক্ত সকল কলাকুশলীর সঙ্গে প্রতিটি শ্রোতাও এই গানের সাফল্যের সমান অংশীদার।