
খাগড়াছড়ি প্রতিনিধি– যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন করে।টাউনহলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহ সভাপতি কংজরী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদের মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, তিন পার্বত্য সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, দপ্তর সম্পাদক চন্দন দে,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিত ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, মহিলা সম্পাদিকা শতরুপা চাকমা, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ,সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ,জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অন্তরা খিসা,যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ফারজানা আজম,জেলা ছাত্রলীগের আহবায়ক অভিকমহন ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক মনির হোসেনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
মংসুইপ্রু চৌধুরী অপু বলেন শোক প্রকাশের মাধ্যমে মহান আত্মত্যাগীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদেশের সূর্য সন্তানদের জাতি আজীবণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে মন্তব্য করেন।