
খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং হাজাছড়া এলাকায় রাস্তার পাশে পরে থাকা অবস্থায় মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান,১০ জুন(শুক্রবার)ভোরে উল্লেখিত এলাকায় মৃতদেহ দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।এ সময় মরদেহটি চা-দোকানি জাহাঙ্গীর আলমের বলে শনাক্ত করেন স্থানীয়রা।জাহাঙ্গীর একই এলাকার মৃত শফিউল্লাহর পুত্র।
নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন,প্রতিদিন রাত ১টার দিকে আমার স্বামী দোকান থেকে বাসায় ফেরে।গতকাল সে বাসায় ফেরেনি।আমার তিন মেয়ে।এখন আমাদের দেখবে কে?
জাহাঙ্গীর নয় মাস আগে পেশা পরিবর্তন করে এলাকায় চায়ের দোকান দিয়েছিলেন।এর আগে তিনি আলাউদ্দিন সওদাগরের হোটেলে দীর্ঘদিন চাকরি করেছেন।এ ঘটনায় নিহতের প্রতিবেশী পারভেজ হোসেন,উসমান গনি,আলাউদ্দিনসহ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ জানান,ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করা হলেও তার বিচ্ছিন্ন মাথার সন্ধান এখনও পাওয়া যায়নি।