
গণপরিবহনে ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে অব্যাহত সিএমপির ট্রাফিক বিভাগের কার্যক্রম।জনদুর্ভোগ লাঘবে চলমান রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম।
ডিজেল ও সিএনজি চালিত স্টিকারবিহীন গাড়িসমূহে লাল ও সবুজ রঙের ভিন্ন ভিন্ন স্টিকার লাগানো হচ্ছে।সেই সাথে এটে দেওয়া হচ্ছে ভাড়ার তালিকা।
এরই মধ্যে নগরীর ৩৯টি সিএনজি স্টেশনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ সিএনজি এবং ডিজেল চালিত মোটরযান চিহ্নিতকরণ স্টিকার সরবরাহ করেছেন এবং স্টিকারবিহীন গাড়িতে সিএনজি রিফিল করার পূর্বে স্টিকার লাগানোর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নগরীর জনসাধারণ এতে সহজেই গন্তব্যস্থলের ভাড়া সম্পর্কে অবগত থাকবেন।পাশাপাশি গণপরিবহনের ড্রাইভার কিংবা হেল্পাররাও বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে সচেতন থাকবেন।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করছে।