গণপিটুনির বিরুদ্ধে কঠোর হচ্ছে পুলিশ বাহিনী।

0 ৮৭৫,৪৮২

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা ঘটছে।এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয় জানিয়ে এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের বিধান রয়েছে।আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়,কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।

মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সদর দপ্তর দেশের সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছে।একইসঙ্গে, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!