চট্টগ্রামের আমবাগান শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে।

0 ৫২৪,৭৬৫

শহীদ ওয়াসিমের নামে আমবাগান শেখ রাসেল পার্ক চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় ‘শেখ রাসেল’ পার্কের নাম বদলে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে।মঙ্গলবার(১৯ নভেম্বর)সকালে পার্ক পরিদর্শন শেষে ‘শহীদ ওয়াসিম’ পার্ক হিসেবে নামকরণের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক)মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন,পার্কটি এখন থেকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে।পার্কের রক্ষণাবেক্ষণের জন্য কাজ করা হবে।সবাই এখানে আসতে পারবে,হাঁটতে-ঘুরতে পারবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,চট্টগ্রাম পাহাড়-সমুদ্রনন্দিত একটা শহর।পর্যটন ট্যুরিজম সিটি। তবে ঠিকমতো ফোকাস করা যাচ্ছে না।এর কারণে পার্ক থাকার পরও কেউ ভালোভাবে ঘুরতে পারছে না। এ পার্কগুলোকে ভালো পর্যায়ে এনে আমরা চাই সবুজের সমারোহ গড়তে।এখানে পাহাড়ি একটা ভাব আছে, বসার জায়গা আছে।

আজ থেকে পার্কের নতুন নামকরণের কথা জানিয়ে তিনি বলেন,বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম।তাঁর নামে এ পার্ক নামকরণ করা হবে।আজ থেকে এটার নাম ‘শহীদ ওয়াসিম পার্ক’।এটা সবার জন্য উন্মুক্ত করতে চাই।

প্রসঙ্গত,২০১৯ সালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে এ পার্ক করে চট্টগ্রাম সিটি করপোরেশন।নগরের রেলওয়ে আমবাগান শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন জায়গার ওপর আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ শিশু পার্ক নির্মিত হয়। রেলওয়ের বিশাল জায়গা জুড়ে অনেকটা ডিসি হিলের আদলে গড়ে তোলা হয়েছিল এ পার্ক।তবে পরিস্কার-পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে দর্শনার্থীদের যাওয়া আসা নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!