
চট্টগ্রাম মহানগর পুলিশের(সিএমপি)নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ডিআইজি কৃষ্ণ পদ রায়।সোমবার সকালে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ,শামসুল আলম ও সানা শামীনুর রহমান,উপ-পুলিশ কমিশনার(সদর) আমির জাফর(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)প্রমুখ।
এর আগে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন কৃষ্ণ পদ রায়। সিএমপির সাবেক কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
সোমবার(১৮ জুলাই)তিনি নতুন কমিশনার হিসেবে যোগ দেয়ার পর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জন্মগ্রহণ করেন কৃষ্ণপদ রায়।শিক্ষাজীবনে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে।তিনি দেশের একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার পদে বেশ কিছুদিন কাজ করেন।এরপর ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় এএসপি পদে বগুড়ায় যোগদান করে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে তিনি চাঁদপুর ও শেরপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।সেখান থেকে ডিএমপির রমনা জোনের ডেপুটি কমিশনার ও সর্বশেষ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।