চট্টগ্রামে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত।

0 ৬৩৫,৪৩৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন চান্দগাঁও স্পোর্টস জোনের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।নিহত জুবায়ের উদ্দীন বাবু(২৫)ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে।

গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত বাবুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া জানান, খেলার মাঠের দখল নিয়ে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল।এর জের ধরে সংঘর্ষ বাধে এবং দু’জন ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে,টার্ফ দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের ছোট মোশারফ ও ছোট আমিন পক্ষের মধ্যে বিরোধ ছিল।মোশারফের অভিযোগ ছাত্রদলের সাবেক নেতা নওশাদ তার কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন।চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা হামলা চালায় এবং এতে বাবু নিহত হন।

প্রসঙ্গত,গত ১৫ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত এই টার্ফটি উদ্বোধন করা হয়েছিল। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সে রয়েছে ফুটবল খেলার টার্ফ,ব্যাডমিন্টন কোর্ট,ওয়াকওয়ে,ড্রেসিং রুম,ওয়াশ ব্লক,চাইল্ড জোন এবং মুক্তমঞ্চ।

পুলিশ জানিয়েছে,এ ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!