
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গাড়ির শব্দদূষণ ও কালো ধোঁয়া প্রতিরোধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।প্রথম দিনেই ৭৫টি বিভিন্ন ধরনের যানবাহন থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার(৬ অক্টোবর)চট্টগ্রাম নগরীর দামপাড়া, আন্দরকিল্লা,জামালখান,মেডিকেল গেট,প্রবর্তক,বহদ্দারহাট মোড়,চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় ওই অভিযান চালানো হয়।
অভিযানে ৭৫টি বিভিন্ন ধরনের যানবাহন থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।এটি ছাড়াও অতিমাত্রায় শব্দদূষণ ও কালো ধোঁয়া নির্গমনের অপরাধে পাঁচটি যানবাহনকে মামলা দিয়ে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।অন্যদিকে বহদ্দারহাট এলাকার হক মার্কেটে পলিথিনের বিরুদ্ধে পরিচালিত পৃথক অভিযানে ২ মামলায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ও গবেষণাগারের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।এ সময় সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফা সরকার,জুনিয়র কেমিস্ট শফিকুল ইসলাম।চট্টগ্রাম নগর পুলিশের(সিএমপি)একটি দল অভিযানে সহায়তা দেয়।