
মেয়াদোত্তীর্ণ,অনিবন্ধিত ও মিসব্রান্ডেড ওষুধ রাখায় চট্টগ্রামে তিন ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন,চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ।
তিনি জানান,অভিযানে সেবা ফার্মেসিকে ৪০ হাজার, দেশ ইন্টারন্যাশনালকে ২০ হাজার ও আনাস ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ,অনিবন্ধিত ও মিসব্রান্ডেড ওষুধ পাওয়া গেছে বলে জানান ঔষধ তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ।অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।