চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক উৎসবে ‘একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ র দলীয় পরিবেশনা ‘শিখা চিরন্তন’ নিবেদন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক উৎসবে ‘একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ র দলীয় পরিবেশনা ‘শিখা চিরন্তন’ নিবেদন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব “হৃদয়ে বাংলাদেশ” অনুষ্ঠিত হয়।
গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবের তৃতীয় ও শেষ দিনে অনিরুদ্ধ মুক্তমঞ্চে সন্ধ্যায় “একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ র দলীয় বৃন্দ ‘শিখা চিরন্তন’ নিবেদন করেন আবৃত্তিশিল্পী আলপনা বড়ুয়া,স্নিগ্ধা শিকদার,রেনিয়া চৌধুরী,জয় চন্দ্র বিশ্বাস,সঞ্জয় কুমার দাশ,অনুকা গুহ,লিয়াকত হোসেন লিমন,অর্পিতা মজুমদার,উদিতা ভট্টাচার্য ও প্রতীক বড়ুয়া।
উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর সাংস্কৃতিক এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ।