
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার মৌসুমি আবাসিক এলাকায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রিটিশ আমলের একটি দূরপাল্লার শেল উদ্ধার করা হয়েছে।যার গায়ে লেখা ছিল ‘৪০ এমএমএম-২৫’ এবং ১৯৪৩ সাল।সোমবার(৩ অক্টোবর)দুপুর তিনটায় নগরীর মৌসুমি আবাসিক এলাকা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজুর রহমান।তিনি বলেন,পাহাড়তলীর মৌসুমি আবাসিক এলাকায় শিশুরা খেলার মাঠ সমান করার জন্য মাটি খুঁড়ে নিচু জায়গায় ফেলছিল।এ সময় তারা অস্ত্রের মতো কিছু দেখতে পেয়ে আমাদের খবর দেয়।পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ‘৪০ এমএমএম-২৫’ নামে লংরেঞ্জ শেল বা গুলি উদ্ধার করা হয়েছে।পরে বোমা ডিসপোজাল ইউনিটকে সেটি হস্তান্তর করা হয়।