
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি)শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে চবি গাউসিয়া কমিটি।মঙ্গলবার(২৫ জুলাই)দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে শতাধিক শিক্ষার্থীকে এসব চারা বিতরণ করেন চবি গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।
চবি গাউসিয়া কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সহ-সভাপতি আদনান তাহসিন আলমদারের সঞ্চালনায় আলোচক ছিলেন চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ মুনতাছির মোহাইমেন,চবি গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার গাজী মোহাম্মদ নুরউদ্দিন,ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদরাসার প্রভাষক ও এমফিল গবেষক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান,চবি আবাসিক গাউসিয়া কমিটির সহ-সভাপতি মুহাম্মাদ সিকান্দার মিয়া।