চট্টগ্রাম সাগরিকা শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

0 ৮২

মোজাম্মেল হক মুন্না, চট্টগ্রাম- চট্টগ্রাম নগরীর সাগরিকা শিল্প এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানাটির নীচতলায় অনেকগুলো কেমিক্যালের ড্রাম ছিল। সেখান থেকেই প্রথমে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে এবং পরবর্তীতে কারখানায় ছড়িয়ে পড়তে শুরু করে।


ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস দৈনিক জাগ্রত চট্টগ্রামকে  জানায়, আমাদের আটটি ইউনিটের ১৩টি গাড়ি কাজ করছে। আমরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছি।

কারখানার কর্মরত শ্রমিকদের কাজ থেকে জানতে চাইলে জানান, সকালে কাজ করার সময় হাত থেকে তেলের ড্রাম ছিটকে গিয়ে আগুনে চুলায় গিয়ে পরে ফলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়, এ আগুনের চুলাটি কাজের সুবিধার্তে জালাতে হয় বলে জানান,

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!