
সোহাগ আরেফিনঃ চট্রগ্রামে কালারস অফ লাইফ সম্মাননা পেলেন-শিল্পী”ফারদিন”।গত ২৬শে অক্টোবর চট্রগ্রাম ক্লাবে পালিত হলো।কালারস অফ লাইফ চট্রগ্রাম ২০২১ এর এওয়ার্ডনেস অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে দেশের চলমান করোনা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাওয়া তরুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুম বিল্লাল ফারদিনকে সম্মাননায় ভূষিত করেন “কালারস অফ লাইফ চট্রগ্রাম ২০২১” সম্মাননা তুলে দেন চট্রগ্রাম মহানগর মহিলা আওয়ামিলীগের সভাপতি, বীর চটলার বীর,সাবেক মেয়র,মরহুম মহিউদ্দিনের সহধর্মিনী,শিক্ষা উপ মন্ত্রী নওফেলের আম্মা হাসিনা মহিউদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেএী নাদিয়া,নৃত্য পরিচালক সোহেল,চট্রগ্রাম টুরিস্ট পুলিশের ডি আই জি মুসলিম,জন প্রশাসন মন্ত্রণালয় এর বিভাগীয় প্রধান,সহ আরো অনেকেই।
ফারদিন বলেন নিজের বিভাগ থেকে,অন্য বিভাগে সম্মাননা পাওয়া খুবই ভালো কাজে ইনিস্পায়্রেশন করে।ফারদিন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের যুগ্ন মহাসচিব মনোনীত হয়েছেন।ফারদিন আরো বলেন আমার জন্য দোয়া করবেন যাতে আরো সামনে এগিয়ে পারি।