
জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে জেলা প্রশাসনের অভিযানে পানি,বিদ্যুৎ,গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।এরই প্রতিবাদে বায়জিদ লিংক রোডে বিক্ষোভ করে আন্দোলন করেছে অবৈধ বাসবাসকারীরা।
মঙ্গলবার(২৩ আগস্ট)দুপুর ১টার দিকে নগরের বায়েজিদ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা।যার কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান বলেন,তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে এসেছিল।পরে বিক্ষোভ মিছিল নিয়ে সীতাকুণ্ড এলাকায় চলে যায়।এখন পরিস্থিতি স্বাভাবিক।