
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির সন্দ্বীপ উপজেলা ইউনিটের পক্ষ থেকে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি(শুক্রবার)সকালে সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সন্দ্বীপ ইউনিটের প্রধান প্রতিনিধি শহীদ সৈকতের বাবা মাহাবুবের রহমান,শামসুল আজম মুন্না,মিনহাজুর রহমান জয়,আমিনুল হক,ওয়াসিম খাঁন,সোহরাব রাফি,মৃদুল,ফাহিম,রিফাত,তালেব আহমেদ,মাইনুদ্দিন, বলা জলদাস,বিমল জলদাস,শামু জলদাস,শাকিল, সুজন,নাছির,দুলাল,মানিক,প্রিয়ধান,রুবেল,মামুন, রাকিব,রিফাত,রানাসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন,ভাষার জন্য যে আত্মত্যাগ, তা কখনো বিস্মৃত হওয়া উচিত নয়।এসময় ভাষার মর্যাদা রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সন্দ্বীপ ইউনিটের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।