
জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক জয়নাব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি লায়ন মিজানুর রহমান মিজান বিএ।
মাননীয় চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনে প্রেরণার পুরুষ। মুক্তিযুদ্ধের সময় তার আহবানে জেগে উঠেছিল সমগ্র বাঙালি জাতি।ত্রিশ লক্ষ বাঙালির রক্তে রঞ্জিত এ বাংলায় তিনি হয়ে উঠেছিলেন মুক্তির প্রতিক ও প্রেরণার উৎস।কিন্তু ১৫ আগস্টের ভয়াল রাত্রিতে আমরা সেই অবিসংবাদিত নেতাকে হারিয়েছি।১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের একটি কালো অধ্যায়।এ দিনটি এদেশের ১৬ কোটি মানুষ গভীর বেদনার সঙ্গে স্মরণ করে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।