নতুন বছরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির নতুন বছরের নতুন সভাপতি হাজ্বী মোঃ আক্কাস উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির।১ জানুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি।হেড কোচ শাহরিয়ার বিন রুবেল ও সহকারী কোচ মোস্তাফিজুর রহমান ও আবু জাফর বাবু সহ খেলোয়াড়বৃন্দরা ।
এ সময় সভাপতি হাজ্বী মোঃ আক্কাস উদ্দিন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির উদ্দেশ্যে বলেন,আমরা সবসময় চেষ্টা করি একজন ভালো ক্রিকেট খেলোয়াড় হিসেবে গড়ে উঠুক,জাতে করে ছোট ছেলে মেয়েরা মাদক ও অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকে,লোকাল প্লেয়াররা যদি ভালো সুযোগ না করে তাহলে টিম রেজাল্ট করা খুব কঠিন হয়ে যায়।নরমালি আমরা চেষ্টা করি লোকাল প্লেয়াররা যেখানে খেলে তাদের সেরা সুযোগটা দেওয়ার দরকার তাহলে তারা কনফিডেন্ট পাবে,দেশের আনাছে কানাছে পারফর্ম করার জন্যই আমরা সবসময় ক্রিকেটের সাথে রয়েছি,আমাদের ছেলে মেয়েরা একটা ভালো স্থানে যাক আমরা সবসময় এটাই আশাকরি,বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি উদীয়মান তরুণ প্রজন্মের সফলতা কামনা করছি।বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট।