
বিএনপি-জামাতের তথ্য সন্ত্রাস ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে ‘নব প্রজন্মে মুজিব’ সন্দ্বীপ এর উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় এনাম নাহার মোড় পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সন্দ্বীপের বিভিন্ন সড়ক ঘুরে সন্দ্বীপ উপজেলা মাঠে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সন্দ্বীপ উপজেলা মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন ” নব প্রজম্মে মুজিব ” সংগঠনের সন্দ্বীপ শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র জাফর উল্ল্যাহ টিটু,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল কাদের মিয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুলমিয়া,আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাদাত চৌধুরীসহ নব প্রজম্মে মুজিব সন্দ্বীপ শাখার নেতৃবৃন্দ্ররা।
এইসময় বক্তারা আগামী নির্বাচনে যাতে বিএনপি জামায়েত কোন রকম নাশকতা করতে না পারে সেইদিকে লক্ষ রাখার আহবান জানান।জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।