
জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাকে নাচোল প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় দিক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ ।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পতি জুলফিকার টিপু, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সহকারী প্রোগ্রামার আতিকুর রহমান , প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহেল রানা, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ, নির্বাহী সদস্য জমিরুদ্দিন, জাহাঙ্গীর আলম । আলোচনা শেষে নাচোল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও সাবিহা সুলতানার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।