
আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু।জাতির এই ঐতিহাসিক আনন্দক্ষণ উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়।
মহানগর কমিউনিটি পুলিশিং সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন,চট্টগ্রাম নগরের কমিউনিটি পুলিশিং এর অন্যান্য প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, সমাজের নানা স্তরের লোকজন উক্ত শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে নগরের হালিশহর পুলিশ লাইন থেকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছে।এছাড়া জেলার বিভিন্ন থানা থেকে শোভাযাত্রা বের করা হয়।