
নওগাঁর পোরশায় তিনটি এতিমখানার এতিম ১১৬ জন শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে প্রাপ্ত কম্বল গুলি বিতরণ করা হয়।
রোববার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বারিন্দা, ইলাম ও বড়রনাইল এতিম খানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে কম্বলগুলি বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খলিলুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।