
হাটহাজারীর ইউএনও শাহিদুল আলম বলেন,মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা,বিভিন্ন ধরনের রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দিচ্ছেন এমন অভিযোগ ছিল আনোয়ারের বিরুদ্ধে।পরে অভিযান পরিচালনা করে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তিনি বলেন,হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ যাচাই করেন।মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আনোয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জরিমানার পাশাপাশি অভিযুক্তকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নাম পদবি পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয় বলেও জানান তিনি।