
চট্টগ্রামের বোয়ালখালীতে ফুটপাত দখল,নোংরা পরিবেশে খাবার তৈরি ও উন্মুক্তভাবে ট্রাকে বালি পরিবহন করায় ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বোয়ালখালীর পৌর সদর,জোটপুকুর পাড় এবং কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
তিনি জানান,ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শাহ জালাল বেডিং,আল মোবারক স্টোর,নুরুল আমিন,কানুনগোপাড়ার মায়ের দোয়া প্লাস্টিক এন্ড স্টীলকে জরিমানা করা হয়েছে।
এছাড়া ত্রিপল ব্যবহার না করে বালি পরিবহন করায় মোহাম্মদ জাহেদ,মো. জাহেদ হোসেনকে এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করায় জোটপুকুর এলাকার দরবার হোটেলকে জরিমানা করা হয়েছে।
এছাড়া সতর্ক করার পরও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় পৌর সদরের বিছমিল্লাহ হোটেল সিলগালা করে দেওয়া হয়েছে।