চট্টগ্রাম আইন কলেজ ২০১৮ ২০১৯সেশনের ফেয়ারওয়েল রেনদিভো

0 ১১৩

“ফেয়ারওয়েল রেনদিভো’২১”আইনের যথাযত প্রয়োগে স্যাম্যের জয়গাম মোরা গাইবো ” শ্লোগানকে ধারন করেই এল এল বি শেষ বর্ষ,২০১৮-১৯ সেশনের ফেয়ারওয়েল রেনদিভো নগরীর পুলিশ প্লাজায় জমকালো আয়োজনের মধ্যে সম্পন্ন হয়।

আহব্বায়ক সাহিবা সুলতানা রক্সি, সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ মিনহাজ উদ্দীনের সমন্বয়ে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন আকলিমা খানম ও আব্দুস শুক্কুর রুবেল।

এতে মোটিভেশানাল স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ’র সম্মানিত উপাধ্যক্ষ এডভোকেট বদরুল হুদা মামুন স্যার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেষ বর্ষের পরীক্ষার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম, কাজী রোকসানা কবির,মোহাম্মদ ফারুক,নাহিদা আক্তার, তাহমিনা ইয়াসমিন,জান্নাতুল বাকি,চম্পা বোশ,ফারহানা আক্তার সুইটি,মোশাররফ হোসেন রনি,সামিনা আহসান,মোঃ জুনাইদ,মোছাঃ নাজমুন সোলতানা,রেশমা বেগম,শামিমা আক্তার,পূজা চক্রবতী,মোঃ নিজাম উদ্দিন,মোঃরবিউল হোসেন, মনুয়ারা বেগম,মুক্তা রানি শীল,মোঃ কাউছার ইকবাল।

শ্রদ্ধেয় মামুন স্যার বলেন,Lawyer is the filter of the society. আইনে ক্যারিয়ারের পরিধি অনেক ব্যাপক। আইনের শুধুমাত্র তিনটি সুনির্দিষ্ট পেশা- আইনজীবী,বিচারক এবং আইনের শিক্ষক হওয়ার সংকীর্ণ ধারণাটি এখন আর নেই।এর বাইরে আরও অনেক অনেক সেক্টরে কাজ করা সম্ভব।

বাংলাদেশে বর্তমানে আইনের শিক্ষার্থীদের ব্যাংক, বীমা,কোম্পানি,শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান গুলোতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।এছাড়াও সরকারি বেসরকারি এনজিও,উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থাগুলোতেও নিজের পেশাগত জীবন গড়ে তুলতে পারেন।অনেক এনজিও ও মানবাধিকার সংস্থা আছে যাদের মূল কাজটাই হচ্ছে আইনগত সহায়তা নিয়ে। “

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!