
মহান বিজয় দিবসে বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়ন বেটখৈর উচ্চ বিদ্যালয়ে পক্ষ থেকে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।আজ ১৬ ডিসেম্বর(বৃহস্পতিবার)প্রভাতে শহীদ মিনারে পুস্পস্তবকের মাধ্যমে সকল শহীদগনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বগুড়া শেরপুর নিশিন্দারা গ্রামে কৃতি সন্তান,মানবতার ফেরিওয়ালা,বেটখৈর উচ্চ বিদ্যালয়ে একজন আদর্শ প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম আকন্দ,সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ মুনছুর আলী আকন্দ,সহ সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাএছাএী ।
আজ থেকে ৫০ বছর পূর্বে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, দুই লক্ষ মা – বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়। তাইতো লাল সবুজের এই দেশে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। পুস্পঅর্পন শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।