
বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ এর অদুরে চাম্বল উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল ইসলাম( ৪০) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার রাত অনুমান ১০ঃ৩০ ঘটিকার সময় এ ঘঠনা ঘটে। এ সময় নুরুল ইসলাম এর সাথে থাকা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় বলে জানা যায়। তিনি চাম্বল বাজারের মুরগী ও ডিম ব্যাবসায়ী আব্দুর রহমানের ছেলে। নুরু গতরাত সাড়ে দশটা বাজে দোকান বন্দ করে বাড়ী ফেরার পথে চাম্বল উচ্চ বিদ্যালয় এলাকায় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় বলে জানা যায়। আহত নুরুল ইসলাম এর শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ময়না তদন্ত শেষে নুরুল ইসলাম এর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পরে আজ বিকাল ৪ ঘটিকার সময় দাপন সম্পন্ন হয়। ওসি বাশঁখালীর সাথে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন যেহেতু ঘঠনা রাতের আধারে হয়েছে এটা অজ্ঞাত নামা মামলার প্রস্তুতি চলছে।আমাদের তদন্ত ও আসামী ধরার চেস্টা অব্যাহত আছে।