বান্দরবানে বিজিবির অভিযানে সন্ত্রাসী আস্তানা থেকে অস্ত্র ও ড্রোন উদ্ধার।

0 ৮৭৫,৪৭৩

বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা থেকে অস্ত্র,গোলাবারুদ,ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে রুমা ব্যাটালিয়ন(৯ বিজিবি)অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে দোপানিছড়া গহীন জঙ্গলে এই সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল,১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল,৩টি এসবিবিএল,২১ রাউন্ড তাজা গুলি,১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন,১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার,১টি অডিও–ভিডিও রেকর্ডার,১টি ভিডিও ক্যামেরা,১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা,১টি শবু ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার,১টি দূরবীণ,২টি ওয়াকিটকি,১টি ল্যাপটপ,২টি পাওয়ারফুল লাইট,১টি সোলার সিস্টেম,১টি আকাশ টিভি রিসিভার ও ১টি আমব্রেলা,২টি এন্ড্রয়েড মোবাইল,২টি বাটন মোবাইল এবং দেশীয় ধারালো অস্ত্র।

বিজিবি সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।তবে উদ্ধার হওয়া সরঞ্জাম থেকে বোঝা যাচ্ছে,সন্ত্রাসীরা এই আস্তানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!