
ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা ও অফিসিয়ালি পত্র দেওয়ার পরেও সরকারি নির্দেশনা অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান নিজেই।সোমবার(১ আগস্ট)বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরের জিইসি মোড় ও কাজির দেউড়ি এলাকায় অভিযান পরিচালনা করে স্যামসাং গ্যালাক্সী,স্পোটস কর্নার, জাহান স্পোর্টসকে বিদ্যুৎ আইন ১৯১০ এর ৪০ ধারার ও ভিভো,টাইম প্লাস,বিজন টেলিকম বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ধারায় ফিটনেস ফাস্ট, অভি স্পোর্টস, টেস্টি ট্রিটকে মোট ৯টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান চকবাজার ও তানভীর হোসেন আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন বাংলানিউজকে বলেন,বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আমরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং করেছি।পাশাপাশি অফিসিয়ালি পত্র দিয়েছি যাতে সকলে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলেন।তারপরও আজকে যারা এর ব্যত্যয় ঘটিয়েছে তাদের সতর্কতার পাশাপাশি জরিমানা করা হয়েছে।সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।