বিশ্বকাপ কেড়ে নিল আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের ১২ প্রাণ

0 ৩৬৯,১৫৮

ফুটবল মানেই অন্যরকম উত্তেজনা। আর বিশ্বকাপ হলে তো কথাই নেই। এবারের বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়।তবে চলতি বিশ্বকাপ যেমন আনন্দ দিয়েছে,তেমনি কেড়ে নিয়েছে ১২ প্রাণ।ফুটবলের জন্য প্রাণ দেওয়া ১২ জনই বিশ্বের দুজনপ্রিয় দল আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক।মারা যাওয়াদের কেউ কিশোর,কেউ তরুণ।

এদিকে ফুটবল নিয়ে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৭ জন।আহতদের সবাই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক।

বিভিন্ন গণমাধ্যম বলছে,বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে থেকে সেমিফাইনালের আগ পর্যন্ত দেশের তিন জেলায় তিনজন খুন হয়েছেন।প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ছাদ থেকে পড়ে মারা গেছেন ৭ জন।এছাড়া খেলা দেখার সময় উত্তেজিত হয়ে মারা গেছ দুজন।এর বাইরে বিশ্বকাপকে কেন্দ্র করে ছয় জেলায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে আহত হয়েছেন ২৭ জন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!