
এ সময় দোকান মালিক মিলন কান্তি দে গ্যাসের চুলা মেরামত করছিলো,অপরদিকে তার কর্মচারী অকটেন ঢেলে বিক্রি করছিলো,মিলন গ্যাসের চুলা ঠিক হয়েছে কিনা তা চেক করার সময় চুলার আগুন ও তেলের সংমিশ্রণে আগুন বড় আকার রূপ ধারণ করে।দোকানদার বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।