ভালো লোক কখনো টাকা দিয়ে ভোট কিনে না। মাদকব্যবসায়ী, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা টাকা দিয়ে ভোট কিনে

0 ৮৩

আলমগীর হোসেন সাগর: একজন ভোটার তার ভোট বিক্রি করে কয় টাকা পেয়ে থাকে ৫০০ থেকে ১০০০ বা সর্বোচ্চ ২০০০টাকা। এ টাকা দিয়ে সে খুব বেশি হলে তিন দিন চলতে পারবে। কিন্তু সে তিন দিন ভালো থাকার জন্য ৫বছরের জন্য বিপদ ডেকে আনবে।

ভালো লোক কখনো টাকা দিয়ে ভোট কিনে না। মাদকব্যবসায়ী, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা টাকা দিয়ে ভোট কিনে।

তাই সকল ভোটার ভাইও বোনদের বলছি এদের থেকে সাবধান হোন।

ভোট আপনার পবিত্র আমানত, এমন লোককে নির্বাচিত করবেন না, যে আপনার এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকবে না। যার দ্বারা এলাকার উন্নয়ন হবে না।আপনার প্রয়োজনে তাকে পাশে পাবেন না।

তাই সামান্য কিছু টাকার বিনিময়ে, আপনার নিজের ও এলাকার ক্ষতি করবেন না।

দেখে শুনে আপনার যোগ্য মানুষটিকে মূল্যবান ভোটটি প্রদান করে নির্বাচিত করুন..

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!