মধ্যরাতে চিরতরে চলে গেলেন মোসলেম উদ্দিন আহমেদ এমপি

0 ৪৫৪,১৯৫

আওয়ামী লীগের আকাশ থেকে হারিয়ে গেল আরেক নক্ষত্র।মধ্যরাতে পৃথিবীকে বিদায় জানিয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা,চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।রোববার(৫ ফেব্রুয়ারি)রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ,চট্টগ্রাম শাখার সহসভাপতি হন।পরের বছর অর্থাৎ ১৯৭০ সালে তিনি ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন।দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে তিনি ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হন।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!