
মুছাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা ও শুভ আগমন উপলক্ষে উক্ত সভা হয়।ধোপার হাট বঙ্গবন্ধু পাঠাগারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুছাপুর ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার ২৯শে নভেম্বর সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়।
মুছাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন মামুন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক ইলিয়াছ সুমন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকারি সদস্য ও মুছাপুর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন,মুছাপুর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল।
মুছাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য সচিব মাস্টার মাছুমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন,মোঃ আনোয়ার হোসেন,১ নং ওয়ার্ডের সভাপতি লিমন দাস,২ নং ওয়ার্ড সভাপতি আমিন রসুল,৩ নং ওয়ার্ড সভাপতি শহিদুল মনি,৪ নং ওয়ার্ড সভাপতি শহিদুল মনি,৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কাশেম, ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাহাব উদ্দিন,৮ নং ওয়ার্ড সভাপতি মাহফুজ,৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৌরভ,মুছাপুর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বাহার,ইদ্রীস আলম।
সভায় জানানো হয় আগামী ৪ ডিসেম্বর মুছাপুর ইউনিয়ন যুবলীগ থেকে সর্বমোট ৪৮০ জন নেতা কর্মি নিয়ে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে নিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।