মেডিক্যাল এসিস্ট্যান্ট রায়হানুজ্জান রোগী দেখা,ব্যবস্থাপনাপত্র প্রদান ও চশমা প্রদানের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ১৫০০০/- জরিমানা।

প্রতিনিয়ত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় আজ ১০ই অগাস্ট রোজ বুধবারও মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা পরিষদ।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আকবর হাটের মা ফার্মেসি থেকে মেডিক্যাল এসিস্ট্যান্ট রায়হানুজ্জামান(২৮)কে পিতা-আবদুর রাজ্জাক,সাং-পীরগাছা,রংপুর অনুমোদন ছাড়া রোগী দেখা,ব্যবস্থাপত্র দেওয়া ও চশমা প্রদান এবং সার্জারীর জন্য ঢাকা মেট্রো চক্ষু হাসপাতালে রেফার করার অপরাধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারায় ১৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
একইসাথে মোবাইল কোর্ট ঢাকা মেট্রো চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লাইন ডাইরেক্টর,ক্লিনিক ও হাসপাতাল,স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী,ঢাকা কে নির্দেশ প্রদান করেন।
এই সময় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আসিকুর রহমান খান,সন্দ্বীপ থানা পুলিশ,সাইফুল ইসলাম,চেয়ারম্যান,আমানউল্লাহ ইউপিসহ সাংবাদিক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে মোবাইল কোর্টের নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিন বলেন,রায়হানুজ্জান এসিস্ট্যান্ট হয়ে রোগী দেখা,ব্যবস্থাপনাপত্র দেওয়া,চশমা প্রদান করা এবং ঢাকায় রেফার করার অপরাধে অর্থদন্ড প্রদান করেছি।এতে করে অন্যরা সাবধান হবে বলে আমার বিশ্বাস।