মেডিক্যাল এসিস্ট্যান্ট রায়হানুজ্জান রোগী দেখা,ব্যবস্থাপনাপত্র প্রদান ও চশমা প্রদানের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ১৫০০০/- জরিমানা।

0 ৩০০,৭০৯

প্রতিনিয়ত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় আজ ১০ই অগাস্ট রোজ বুধবারও মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা পরিষদ।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আকবর হাটের মা ফার্মেসি থেকে মেডিক্যাল এসিস্ট্যান্ট রায়হানুজ্জামান(২৮)কে পিতা-আবদুর রাজ্জাক,সাং-পীরগাছা,রংপুর অনুমোদন ছাড়া রোগী দেখা,ব্যবস্থাপত্র দেওয়া ও চশমা প্রদান এবং সার্জারীর জন্য ঢাকা মেট্রো চক্ষু হাসপাতালে রেফার করার অপরাধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারায় ১৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।

একইসাথে মোবাইল কোর্ট ঢাকা মেট্রো চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লাইন ডাইরেক্টর,ক্লিনিক ও হাসপাতাল,স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী,ঢাকা কে নির্দেশ প্রদান করেন।

এই সময় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আসিকুর রহমান খান,সন্দ্বীপ থানা পুলিশ,সাইফুল ইসলাম,চেয়ারম্যান,আমানউল্লাহ ইউপিসহ সাংবাদিক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে মোবাইল কোর্টের নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিন বলেন,রায়হানুজ্জান এসিস্ট্যান্ট হয়ে রোগী দেখা,ব্যবস্থাপনাপত্র দেওয়া,চশমা প্রদান করা এবং ঢাকায় রেফার করার অপরাধে অর্থদন্ড প্রদান করেছি।এতে করে অন্যরা সাবধান হবে বলে আমার বিশ্বাস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!