রাঙামাটিতে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেবার পরেই “৪” ইউপি চেয়ারম্যান গ্রেফতার

0 ১৮০

রাঙামাটি জেলা আজ ২৫শে জানুয়ারি রোজ মঙ্গলবার রাঙামাটিতে শপথপা‌ঠের পরপরই ৪ ইউ‌পি চেয়ানম্যানকে গ্রেফতার করা হয়েছে। তারা হ‌লেন রাঙামাটি সদর উপ‌জেলার কুতুকছ‌ড়ি ইউ‌নিয়‌নের কানন চাকমা,না‌নিয়ারচ‌র সা‌বেক্ষং ইউ‌নিয়‌নের সুপন চাকমা,ঘিলাছ‌ড়ি ইউ‌নিয়‌নের অমল কা‌ন্তি চাকমা,বু‌ড়িঘা‌ট ইউ‌নিয়‌নের প্র‌মোদ খীসা।

বিকাল সা‌ড়ে ৩টায় জেলা প্রশাস‌নের কার্যালয় হ‌তে তা‌দের আটক করা হয়।২০১৮ সালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার আসামি নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যান শপথগ্রহণের পর গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!