
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের কাউখালী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা(তহসিলদার)সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার(২৫ মে)উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো. জামশেদুল আলমের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী পোমরা ইউনিয়নের খতিব পাড়া এলাকার বাসিন্দা আনোয়ার আজিজ।
অভিযোগ করে ভুক্তভোগী আনোয়ার আজিজ বলেন, আমাদের পৈতৃক জায়গার মামলা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সিরাজুল ইসলাম আমাদের বা বাদী পক্ষকে নোটিশ না দিয়ে গত ১২ এপ্রিল দুপুরে বিবাদীর ভাড়া করা সিএনজি অটোরিকশায় করে বিরোধীয় জায়গায় যান।এ বিষয়ে তিনি আমাদের ভুলক্রমেও কিছু জানাননি।এ বিষয়ে আমি ওইদিন ১২ এপ্রিল তাকে ফোন করলে তিনি আমাকে জানান,অফিস চলাকালীন সময়ে তার অফিসে কাগজপত্র নিয়ে দেখা করতে।
আমি গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় মামলার বাদি আমার বড় ভাই আবুল কাশেম ও দলিল লেখক আকাশ আহমেদকে নিয়ে তহসিলদারের সাথে দেখা করি।তিনি আমাদের মৌখিক বক্তব্য শুনে ও কাগজপত্র দেখে দুয়েক দিনের মধ্যে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানকে সাথে নিয়ে বিরোধ নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দেন।এভাবে বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা দিয়ে প্রায় দেড় মাস সময়ক্ষেপণ করেন।ইতোমধ্যে আমরা আইনজীবীর মাধ্যমে খবর পাই তিনি গত ১২ এপ্রিল প্রতিবেদন দাখিল করেছেন।তিনি বিবাদির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আমাদের সাথে এভাবে প্রতারণা করেছেন।এতে আমরা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি।
উপজেলা সহকারী কমিশনারের(ভূমি)কাছে করা অভিযোগে এ বিষয়ে সঠিক তদন্ত করে পুনরায় প্রতিবেদন দাখিল করে এবং তহসিলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তহসিলদার সিরাজুল ইসলাম বলেন,আমি অফিসের বাইরে আছি।এ বিষয়ে পরে কথা বলবো।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জামশেদুল আলম বলেন,অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।