
লক্ষ্মীপুর টু চোমহনী মহাসড়কে আজ বুদবার সকালে আলেকজান্ডার থেকে ছেড়ে আসা হিমাচল নামে একটি বাস দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে বলে জানাযায় নিহত ব্যাক্তি ছিলেন ঐ বাসের স্টাফ, সুপারভাইজার।
চন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা মৃদুল কান্তি কুরি ১ জন নিহত হয়েছে বলে জানান।তাকে মোবাইল ফোনে কল করলে তিনি বলেন যিনি নিহত হয়েছেন তিনি সুপার ভাইজার হিসেবে কাজ করতেন।
নিহত ব্যাক্তির নাম হচ্ছে বাদশা আলম,পিতা আব্দুল মালেক,গ্রাম শিক্ষা গ্রাম,৮নং ওয়ার্ড,পৌরসভা, রামগতি,লক্ষ্মীপুর।৫/৬ জন আহত হয়েছে তাদের কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলেকজান্ডার থেকে সকাল ৫ টার সময় ছেড়ে আসা হিমাচল বাসটি মান্দারী বাজার ও বটতলী বাজারের মাঝামাঝি তুলাতলী নামক স্থানে এক্সিডেন্ট করে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়।
সুপার ভাইজার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে,আহত হয়েছে অনেকেই।কারো আত্মীয়-স্বজন যদি থেকে থাকে তাহলে লক্ষ্মীপুর সদর হসপিটালে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।আহত সবাই কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।