
অদ্য ১৪ ডিসেম্বর, ২০২১ খ্রী. মঙ্গলবার শহীদ বুদ্দিজীবী দিবস উপলক্ষে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর,পিপিএম।মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হবার পূর্ব পর্যন্ত আমরা জাতির যে সকল শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি,তাঁদের মধ্যে আছেন মুনীর চৌধুরী,ড.আনোয়ার পাশা,শহীদুল্লা কায়সার,সেলিনা পারভীন, ড.মোফাজ্জল হায়দার চৌধুরী,জ্যোতির্ময় গুহঠাকুরতা,আলতাফ মাহমুদ,নিজামুদ্দীন আহমদ,ডা.আলীম চৌধুরী,রাশীদুল হাসান,সিরাজুদ্দীন হোসেন, গিয়াসউদ্দিন আহমদ,অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব,ড.আবুল খায়ের,আ ন ম গোলাম মোস্তফা,ডা.ফজলে রাব্বী প্রমুখ।
সিএমপি কমিশনার ১৪ ডিসেম্বর,১৯৭১ এ জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ স্মরণে নীরবতা পালন করেন।এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)শ্যামল কুমার নাথ,অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)মোঃ শামসুল আলম,উপ-পুলিশ কমিশনার(সদর)মোঃ আমির জাফর সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।