সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন।

0 ৮৭৫,৪৯৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ কর্মসূচি সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নে বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

আজ ৫ মার্চ সকাল সাড়ে ১০ টায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন,সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

এ সময় তিনি উপস্থিত সেবা গ্রহীতা,বিতরণকারী ডিলার ও ট্যাগ অফিসারকে উদ্দেশ্য করে বলেন,সরকার চালের বাজারকে স্থিতিশীল রাখতে এবং ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ন্যায্যমূল্যে এ চাউল বিতরণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

এসময় তিনি উপস্থিত চাউল গ্রহীতা নারী-পুরুষের উদ্দেশ্য করে আরো বলেন,বাজার মূল্য থেকে অনেক কম দামে মাত্র ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে বিতরণ করবে সংশ্লিষ্ট ডিলার।কোনো কারচুপি যেনো না হয়,কোনো অভিযোগ যেনো পাওয়া না যায়
এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিলারকে সতর্ক করা হয় এবং ট্যাগ অফিসারকে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সন্দ্বীপ সরকারী
খাদ্য দপ্তরের কর্মকর্তা মাইফুল ইসলাম,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অনুরূপ ঘোষ রায়,সন্দ্বীপ উপজেলা কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান
সুজন,রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার ও রহমতপুর ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সফিকুর রহমান।

উল্লেখ্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের খাদ্য বিভাগ প্রতি ৩ মাস পরপর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।রহমতপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মোট ৩০৫ জন কার্ডধারী নারী-পুরুষের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি ৪৫০ টাকায় এ চাউল সুলভে বিক্রয় করা হচ্ছে।এবং এবার পবিত্র রমজান উপলক্ষে পর্যায়ক্রমে সন্দ্বীপের অন্যান্য ইউনিয়নেও অনুরূপ কর্মসূচি চলবে বলে সন্দ্বীপের খাদ্য বিভাগ কর্মকর্তা মাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!